বুখারি হাদিস নং ১২৫৪ – জানাযার সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করা।

হাদীস নং ১২৫৪

মুহাম্মদ ইবনে বাশশার ও মুহাম্মদ ইবনে কাসীর রহ……..তালহা ইবনে আবদুল্লাহ ইবনে আউফ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (আবদুল্লাহ) ইবনে আব্বাস রা.-এর পিছনে জানাযার সালাত আদায় করলাম। তাঁতে তিনি সূরা ফাতিহা তিলাওয়াত করলেন এবং (সালাত শেষে) বললেন, (আমি এমন করলাম) যাতে সবাই জানতে পারে যে, তা (সূরা ফাতিহা তিলাওয়াত করা) জানাযার সালাতে সুন্নাত ( একটি পদ্ধতি)।