হাদীস নং ১০৯৩
আলী ইবনে আবদুল্লাহ রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ফজরের আযানের পর) দু’রাকাআত (সুন্নাত) সালাত আদায় করতেন। তারপর আমি সজাগ থাকলে আমার সাথে কথাবার্তা করতেন. অন্যথায় (ডান) কাতে শয়ন করতেন। (বর্ণনাকারী আলী বলেন) আমি সুফিয়ান রহ. কে জিজ্ঞাসা করলাম, কেউ কেউ এ হাদীসে (দু’রাকাআতের স্থলে) ফজরের দু’রাকাআত বর্ণনা করে থাকেন। (এ বিষয়ে আপনার মন্তব্য কি ?) সুফিয়ান রহ. বললেন, এটা তা-ই।