বুখারি হাদিস নং ১০৯০ – ফজরের (সুন্নাত) দু’রাকাআত নিয়মিত আদায় করা।

হাদীস নং ১০৯০

আবদুল্লাহ ইবনে ইয়াযীদ রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করলেন, এরপর আট রাকআত সালাত আদায় করেন। এবং দু’রাকাআত আদায় করেন বসে। আর দু’রাকাআত সালাত আদায় করেন আযান ও ইকামত-এর মধ্যবর্তী সময়ে। এ দু’রাকাআত তিনি কখনো পরিত্যাগ করতেন না।