হাদীস নং ১০৮৮
ইয়াহইয়া ইবনে বুকাইর রহ………হায়সাম ইবনে আবু সিনান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রা. তাঁর ওয়াজ বর্ণনাকালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আলোচনা প্রসঙ্গে বলেন, তোমাদের এক ভাই অর্থাৎ আবদুল্লাহ ইবনে রাওয়াহা রা. অনর্থক কথা বলেননি। “আর আমাদের মাঝে বর্তমান রয়েছেন আল্লাহহর রাসূল, যিনি আল্লাহর কিতাব তিলাওয়াত করেন, যখন উদ্ভাসিত হয় ভোরের আলো। গোমরাহীর পর তিনি আমাদের হিদায়েতের পথ দেখিয়েছেন, তাই আমাদের হৃদয় সমূহ, তাঁর প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী যে তিনি যা বলেছেন তা অবশ্য সত্য। তিনি রাত কাটান শয্যা থেকে পার্শ্ব কে দূরে সরিয়ে রেখে, যখন মুশরিকরা শয্যা গুলোতে নিদ্রামগ্ন থাকে”।
আর উকাইল রহ. ইউনুস রহ.-এর অনুসরণ করেছেন। যুবায়দী রহ………আবু হুরায়রা রা. সূত্রেও তা বর্ণনা করেছেন।