হাদীস নং ১০৪৭
কুতাইবা ইবনে সাঈদ রহ………আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে সালাত আদায় করলেন, তখন তিনি অসুস্থ ছিলেন। তাই তিনি বসে বসে সালাত আদায় করছিলেন এবং এক দল সাহাবী তাঁর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তখন তিনি বসে পড়ার জন্য তাদের প্রতি ইশারা করলেন। তারপর সালাত শেষ করে তিনি বললেন : ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার উদ্দেশ্যে। কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে এবং তিনি তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে।