বুখারি হাদিস নং ১০৪৬ – সূর্য ঢলে পড়ার পর সফর শুরু করলে যুহরের সলাত আদায় করে সাওয়ারীতে আরোহণ করা।

হাদীস নং ১০৪৬

কুতাইবা ইবনে সাঈদ রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার আগে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত যুহরের সলাত বিলম্বিত করতেন। তারপর অবতরণ করে দু’ সালাত একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার আগেই সূর্য ঢলে পড়তো তাহলে যুহরের সালাত আদায় করে নিতেন। তারপর বাহনে আরোহণ করতেন।