বিদ্যাসাগর
আমরা বাঙালি—এই যে গর্ব
তুমি আছ এর মূলে
তোমার কীর্তি এ বাংলা দেশ
যাবে না কখনো ভুলে।
জননীর প্রতি তোমার ভক্তি
তোমার জ্ঞানের তৃষা
তোমার সাহস, সত্যনিষ্ঠা
ঘুচাল অন্ধ নিশা।
যেমন তোমার বিদ্যা অসীম
তেমনি তোমার দান
তোমার অশেষ কীর্তির কোনো
হয় নাকো পরিমাণ!
তোমার জীবন আজিকে বাঙালি।
আদর্শ রাখে মনে
তোমাকে স্মরণ করি গো তোমার
পুণ্য জন্মক্ষণে।
বীরসিংহের হে বীর মানব
ধন্য তোমার নাম
তোমার চরণে নীরবে আমরা
জানাই আজি প্রণাম।