রোল কল করলেই সাড়া দেবে, এমন তো নয়।
কিন্তু আছে, একমুঠো রাঙা কোমলতা।
লিখবে না, শিখবে না কিছু, নয় ছয়
ইত্যাদি কিছুই নয়, ঐতো মাঝে-মধ্যে মাথা নাড়ে
ঈশ্বর জপালে কোন শ্লোক। ওখানে থাকারই কথা
তার যতক্ষণ থাকা যায়। কখন কে কাড়ে,
ভয়, এই ভয়।
রেখো না ফ্লাওয়ার ভাসে, হায়
প্রকৃতির থেকে বিচ্ছিন্নতা হেতু ফুল
কী বিপুল
শূন্যতায় অবেলায় অতিশয় জীর্ণ হ’য়ে যায়।