বাদুড়ের দাঁত
বরই গাছে একটু ঝাঁকি দিতেই নষ্ট বরইগুলো মাথার ওপর গড়িয়ে পড়লো। কিন্তু মাথায় খুলি থাকার কারণে আমার মগজের সাথে তাদের কোনো দেখা- সাক্ষাৎ ঘটলো না। শুধু চুলের সাথে কিছু ঠুকাঠুকি হলো। কয়েকটি বরই হাতে নিলাম। দেখলাম— সবই বাদুড়ে খাওয়া বরই। যেন দোজখের লাকড়ি।
বললাম, তোমাদের মগজ কোথায়? তারা বললো— বাদুড়ের কামড় খেলে মগজের কোনো দরকার হয় না। বাদুড়ের কাছে আমরা মগজ জমা দিয়ে রেখেছি।
আমি বললাম– তোমরা কি জানো, বাদুড় যে-পথে মলত্যাগ করে সে-পথেই খাবার গ্রহণ করে?
তারা বললো, আপনার চোখে যা মল, আমাদের চোখে তা খাদ্য। বাদুড় যখন আমাদের কামড় দিতে আসে, আমরা তখন ওই খাদ্য খাই আমাদের সুবিধার জন্যই বাদুড় তার মুখ দিয়ে অন্নত্যাগ করে।
কিছু বরই আমাকে কামড় দিতে আসলো। বুঝলাম, তাদের সবার শরীরেই দাঁত গজিয়েছে।
নিশ্চিত হলাম, বাদুড় তার দাঁতের বংশবৃদ্ধির জন্যই বরইদের মগজ নিজের কাছে জমা নিয়েছে।