এক যে ছিল মস্ত বড় বাঘ,
তার শরীরে চাকা চাকা দাগ।
বলল হেঁকে, “ভাগরে তোরা ভাগ,
জানিস নাকি আমার ভীষণ রাগ”।
হাঁক শুনে তার পাড়ার সবাই ডরে
জলদি ক’রে খিল তুলে দেয় ঘরে।
ভয়ে গা’টা কাঁপছে যেন জ্বরে,
বাঘের ডাকে উঠছে শহর ন’ড়ে।
কিন্তু খোকন ভয় পায় না মোটে,
তাই বুঝি সে পথের মোড়ে ছোটে,
বাঘকে দেখে খোকন বলে, “দাঁড়া
দেখাচ্ছিরে মজা হতচ্ছাড়া”।
শব্দ শুনে ভড়কে গেল বাঘ,
এক নিমেষে উধাও হ’ল রাগ
ওমা একী, নেইকো নড়াচড়া,
বাঘ যে দেখি কাগজ দিয়ে গড়া!