বাকস্বাধীনতা

বাকস্বাধীনতা

অনেকেই আমাকে জিগ্যেস করেন, আপনি কেমন বাকস্বাধীনতা চান? তাদের জন্য উত্তর হলো:

দেখুন, ফ্রান্সের আইনে শূকরের নাম নেপোলিয়ন রাখা যায় না। শূকরকে আপনি নিউটন ডাকতে পারবেন, গান্ধী ডাকতে পারবেন, কিন্তু নেপোলিয়ন ডাকতে পারবেন না।

আমি চাই এমন বাক্‌স্বাধীনতা, যেটি আমাকে প্যারিসে বসেও একটি শূকরের ছবি আঁকতে দেবে, এবং তার নাম রাখতে দেবে নেপোলিয়ন।