পাখা নেড়ে নেড়ে প্রজাপতি বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
গাছের পাতার রাঙা পোকা বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
নীল আকাশের পায়রাটা বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
ঘরে ঢুকে-পড়া চড়ুইটা বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
শাদা চাদরের পিঁপড়েটা বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
দেয়ালে-বেড়ানো টিকটিকি বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
ক্ষুধায় কাতর মানুষটা বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।
খুনীকে লোকটা ভয় পেয়ে বলে-
মেরো না আমাকে, মেরো না।
আমাকে তোমরা বাঁচতে দাও।