বর্ষা

বর্ষা

সারাটা গ্রীষ্মে পুড়েছে পৃথিবী দুঃখে
পুড়েছে আকাশ ফেটেছে মাটির বুক
এতদিনে তার অশ্রু গড়াল চক্ষে
এই বর্ষায় আসবে মনের সুখ

গাছের পাতায় ছিল না হাওয়ার খেলা
মানুষের মুখে ছিল শুধু আঁকা ক্লান্তি
দিনরাত্তির ভরা শুধু অবহেলা
এতদিনে শেষে আসবে বুঝিবা শান্তি

এতদিনে বুঝি ভরবে নদীর বুক
সোনার ফসলে হাসবে বাংলাদেশ
মুছে যাবে সব বিষাদ ক্লিষ্ট মুখ
এই বর্ষায় দুঃখের হবে শেষ ॥