একটি সবুজ টিয়ে পাখি
বসল এসে গাছে।
তাকে দেখে খোকন বলে,
‘বন্ধু এসো কাছে’।
দেয়াল বেয়ে উঠছে দুটি
সোনা রঙের লতা,
বন্ধু জেনে ওদের সাথে
খোকন বলে কথা।
রঙিন কত প্রজাপতি
আসে কাছে উড়ে;
চায় না খোকন রাখতে ওদের
দৃষ্টি থেকে দূরে।
ঐ যে ঘাসে ঘুরে বেড়ায়,
গুব্রে পোকাগুলো,
ওদের খোকন বন্ধু ভেবে
আদর ক’রে ছুঁলো।
খোকন বলে, ‘আমরা সবাই
মিলে মিশে আছি।
থাকলে ওরা নিরাপদে,
তবেই আমরা বাঁচি’।