প্রত্যাখ্যান
দেবে না চুম্বন ঐ ঠোঁটে?
লোধ্রুরেণু ছড়ানো ওখানে
রূপে যেন গন্ধরাজ ফোটে
মধুলোভী সব কিছু জানে।
দেবে না আবার আলিঙ্গন?
স্তনের ওপরে ছোঁয়া জিভ
ডঙ্কা বাজে রক্তে সর্বক্ষণ
প্রাণ যেন দ্বিগুণ সজীব!
এই বাহু জড়ানো কোমরে
তাও তুমি দূরে ঠেলে দেবে?
গুলমোরের গুচ্ছে আজ ভোরে
রোদের আলপনা দেখো ভেবে?
সমূহ প্রকৃতি থেকে ছেঁচে
নিয়ে আসি তোমার উপমা
তাই নিয়ে বহুকাল বেঁচে
হবে না কি পরিপূর্ণতমা?