প্রতিদান

প্রতিদান

আকাশ আমাকে এত আলো দেয়
আমি দেব তাকে অর্ঘ্য
আমার মনের স্নেহ সুধা প্রেম
স্বপ্নেতে গড়া স্বর্গ।

বর্ষার নদী, ঘন নীল বন
দু চোখেতে দেয় শান্তি
আমিও তাদের গানে ভরে দেবো
ঘোচাব প্রাণের ক্লান্তি।

আমার পৃথিবী এত সুমধুর
তার দানে নেই অন্ত
কত না দুঃখ, জ্বালা সয়ে তবু
দিন হয় মিলনান্ত।

পৃথিবীকে আমি কিবা দিতে পারি
সে দেয় আমাকে মুক্তি
তাকে দেব আমি নীরব প্রণাম,–
ব্যথায় জমানো শুক্তি।