আকাশটাকে পালটে দিতে পারবে কি ভাই তুমি?
পারবে কি আজ করতে তাকে নীল্চে কোনো ভূমি?
নয়কো মোটে ঠাট্রা কোনো শোনো আমার নিতে,
করতে পারো নদীটাকে বোনের চুলের ফিতে?
ঐ যে সুদূর আকাশ পারে চাঁদ আছে না শাদা-
মুক্তো তাকে না বানালে খেতাব পাবে গাধা।
পারবে তুমি মেঘগুলোকে বানিয়ে দিতে ভেড়া?
গড়তে পারো মরুর বুকে রঙিন ফুলের বেড়া?
দেখছো তো ঐ নানান গাছের নানা ঢঙের শাখা,
ওদের তুমি করতে পারো ফেরেশতাদের পাখা?
যখন-তখন এক নিমেষে পারবে কি ভাই কেউ
ঘরের ভেতর বইয়ে দিতে দুধ-সাগরের ঢেউ?
তোমরা যদি না পারো কেউ, স’রে দাঁড়াও বোকা,
হেলায় সবই করবে জেনো পাঁচ বছরের খোকা।