পথে যেতে হঠাৎ দেখি
পথের ধারে লোক ছুটেছে।
লম্বা খাটো লোকেরা আজ
সেই দিকেতেই জোর ছুটেছে।
সেখানে আজ ক’টি বাঁদর
নেচেকুঁদে খেল দেখাবে।
ভেংচি কেটে, লেজ নাড়িয়ে
ভিড়কে আজব বোল শেখাবে।
একটি বাঁদর বাঁদরামিতে
বিশ্বরেকর্ড চুর করেছে।
মিছে বুলির ঝুলি ঝেড়ে
গলায় মণিহার পরেছে।