নয়না তার বোনকে বলে, শোন দীপিতা,
দিচ্ছি তোকে বলে
আমার ছড়ায় কান না দিলে চিমটি খাবি,
কানটা দেব মলে।
ঐ যে দূরে নীল আকাশে উড়ছে নানা
মেঘ-পরীদের শাড়ি,
সেখানটাতে আছেরে শোন চোখ-জুড়ানো
চন্দ্রমামার বাড়ি।
চন্দ্রমামার নাম শুনিস নি হদ্দ বোকা,
চাঁদমামা তো তিনি।
তার বাগানে তারাগুলি বাজনা বাজায়
মধুর রিনিঝিনি।
পণ করেছি, রাতের বেলা উড়ে আমি
যাব চাঁদের বাড়ি।
আজব কত মণ্ডা, মিঠাই পাব খেতে
পাব মধুর হাঁড়ি।
যাবি কি তুই আমার সাথে গভীর রাতে
অত্ত দূরে উড়ে?
চাঁদমামা না খুবই ভালো, কত্ত মজার
গল্প দেবেন জুড়ে।
তুই তো আবার জানি বেজায় ঘুমকাতুরে,
ঘুম আসে তোর সাঁঝে।
তোকে নিয়ে গভীর রাতে দূর আকাশে
আমার যাওয়া সাজে?
শোন দীপিতা, বোনটি আমার রাগ করিস নে,
চাঁদের বাড়ি যাব।
তারার নূপুর, মেঘের পরী, দুধের নদী
দেখতে ঠিকই পাব।