নয়না এক ছোট্র মেয়ে,
দেখতে ওকে চাও?
তবে এসো ভাসিয়ে তুমি
ময়ূরপঙ্খি নাও।
হলদে পাখি, হলদে পাখি
কোথায় তুমি যাও?
নয়না আজ মুড়কি দেবে,
পেটটি ভরে খাও।
হলদে পাখি, হলদে পাখি,
একটু জিরিয়ে নাও,
নয়না সুর ছড়িয়ে দেবে
বনের গানটি গাও।
হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার ছাও?
জলদি তুমি তাকে এনে
নয়নাকে দাও।
নয়না ওই বাচ্চাটাকে
বলবে, ‘মধু খাও’।
দেবে ওকে ছোলা, মোয়া,
দেবে পুতুলটাও।
হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার গাঁও?
নয়না খুব ডাকছে তোমায়,
তার কাছেই যাও।