নেশা

নেশা

স্বপ্ন থেকে মুক্তি নেই–শীতের সাপের মতো ঘুমন্ত হৃদয়
গভীর গভীরতর অন্ধকারে, পৃথিবীর একনিষ্ঠ আদিম নেশায়
মগ্ন হয়, ব্যাপ্ত হয় ; স্বপ্নের কুহকে বন্দী কঠিন সময়
আপন পূর্ণতা খোঁজে–লোভী, নীচ, বাসনার ব্যর্থ অন্বেষায় ।

যে শান্ত নদীর কূলে একদা জন্মেছি আমি আনন্দের ঘরে
সেই নদী বন্যা-বেগে আমাকে ভাসাতে চায় দূরের সাগরে ।
যে পারিপার্শ্বিকে আমি অবিচ্ছেদ্য সূৰ্য আর পৃথিবীর মতো
তার প্রতি ঘৃণা আনে স্বপ্নের সর্বঘ্ন মোহ–হানে ক্রমাগত ।

সুখ চাই তীব্ৰ সুখ তার চেয়ে দুঃখ চাই আরো তীব্রতর
দুঃখের বিলাসে আমি অতৃপ্তির তীব্র সুরা চাই পাত্র ভরা
যা পেয়েছি সব মিথ্যে—যা কিছু পাবার ছিল তারও চেয়ে বড়
দুবাহু বন্ধনে যাকে ধরে রাখি, মনে হয় আজও সে অধরা ।

স্বপ্ন থেকে মুক্তি নেই–বন্দী হয়ে আছি সেই আদিম নেশায়
ভুলে গেছি–এ-জীবনে ছোট ছোট সুখ দুঃখ নিয়ে বাঁচা যায়।