আরো কিছু ছড়াগ্রন্থ

নজরুল

কবিতার নয়া গুলবাগে ব’সে
গেয়েছিল গান কোন সেই বুলবুল?
নজরুল, নজরুল।

ছিল কার দুটি জ্বলজ্বলে চোখ,
দিলখোলা হাসি, মাথায় ঝাঁকড়া চুল?
নজরুল, নজরুল।

হাতে ছিল কার আগুন-ঝরানো
সুরময় বীণা, হৃদয়ে ফুটত ফুল?
নজরুল, নজরুল।

কার কবিতার ঝংকারে বলো
গোঁড়ামির কালো দুর্গ হয়েছে ধুল?
নজরুল, নজরুল।

কার গানে-গানে ছিঁড়ত শেকল,
উপড়ে পড়ত সাম্প্রদায়িক মূল?
নজরুল, নজরুল।

জীবনের শেষ পর্যায় তাঁর
যেন বিষাক্ত তীরবেধাঁ দুলদুল।
নজরুল নজরুল।
ছিল না কণ্ঠে কথা আর সুর;
দৃষ্টি প্রখর, উধাও মাথার চুল।
তবু তিনি নজরুল