কবিতার নয়া গুলবাগে ব’সে
গেয়েছিল গান কোন সেই বুলবুল?
নজরুল, নজরুল।
ছিল কার দুটি জ্বলজ্বলে চোখ,
দিলখোলা হাসি, মাথায় ঝাঁকড়া চুল?
নজরুল, নজরুল।
হাতে ছিল কার আগুন-ঝরানো
সুরময় বীণা, হৃদয়ে ফুটত ফুল?
নজরুল, নজরুল।
কার কবিতার ঝংকারে বলো
গোঁড়ামির কালো দুর্গ হয়েছে ধুল?
নজরুল, নজরুল।
কার গানে-গানে ছিঁড়ত শেকল,
উপড়ে পড়ত সাম্প্রদায়িক মূল?
নজরুল, নজরুল।
জীবনের শেষ পর্যায় তাঁর
যেন বিষাক্ত তীরবেধাঁ দুলদুল।
নজরুল নজরুল।
ছিল না কণ্ঠে কথা আর সুর;
দৃষ্টি প্রখর, উধাও মাথার চুল।
তবু তিনি নজরুল