আরো কিছু ছড়াগ্রন্থ

ধুপ ধুপা ধুপ

(একটি বিদেশী ছড়া মনে পড়ে, তাই)

ধুপ ধুপা ধুপ ধাপ,
বাস রে সে কী লাফ।
ষাঁড়টা হঠাৎ জোরে
এক লাফেতে ওরে
পৌঁছে গেছে শেষে
চাঁদ মামার দেশে।

ধুপ ধুপা ধুপ ধাপ,
বাস রে সে কী লাফ।

পড়ল চাঁদে পা’টা,
খুর যেন তার ঝাঁটা।
ডাইনে-বামে ছুটল শুধু
এত্ত ধুলো উড়ল ধুধু।

ঝুপ ঝুপা ঝুপ ঝাপ,
চাঁদের মাটি সাফ।