দ্বিধা

দ্বিধা

ভালোবাসা ছিল                  তাই আমি অত ঘৃণায়
ডুব দিতে ভয় পাইনি
মানুষ মেরেছি                       রক্ত মোছার আঁচল
সামনেই ছিল, সঞ্জীবনীর আয়না
কে কাকে দেখায়,                  কার মুখ কার ওষ্ঠ
উষ্ণ ললাট চায় না–
ঘোরে ধাতু, ঘ্রাণ                  শাসন করেন হেডিস।
পাহাড়ের চূড়ায় দুঃখের কাছে যাইনি
ভালোবাসা ছিল               নাকি ঘৃণা ছিল? এখন
ঠিক মনে নেই, ঠিক যেন মনে পড়ে না।