দেখা

দেখা

সবুজ শাড়ির সঙ্গে দেখা হল বাদামি শার্টের
গড়িয়াহাটায়
কেউ কারুর মুখ দেখতে পেল না
কেননা ধূসর আলো ছিঁড়ে পড়ল হঠাৎ বৃষ্টিতে
ঢেউয়ের মতন বৃষ্টি উড়ে এল গাড়িবারান্দার নীচে
খুব মনখারাপ সেই সন্ধেবেলা
কেউ কারুর মুখ দেখতে পেল না!