এ জীবন ক্রমাগত এলিয়ে
পড়ছে
পশ্চিমের দিকে।
দুঃখবোধ আছে, তবু এখন
আনন্দ পেতে লাগে না আমার
খুব বেশি আয়োজন।
টিকটিকি দম্পতি দেয়ালে
নীরবে বেড়াচ্ছে দেখে কিংবা
হাওয়ায় গাছের পাতাগুলি
নেচে উঠলে হঠাৎ,
শ্রাবণ-বৃষ্টির পরে রঙধনু দেখা
দিলে আর
দু’বছর নয় মাস বয়সের
শিশু
আমাকে চঞ্চল চুমু খেলে,
সহজেই আমি
আনন্দ-সাম্পানে চ’ড়ে পাড়ি
দিতে পারি
ঝড়ক্ষুব্ধ নদী।
প্রিয়তমা, বস্তুত তুমিই ওগো
আমার মনের
প্রান্তরে এনেছ সবুজিমা,
স্পর্শে যার
পথের ধূসর ধূলি হয় স্বর্ণরেণু
আমার মুঠোয় আর আমার
শরীর থেকে জরা
মুছে যায় লহমায়,
আলো-অন্ধকারে
যখন তোমার কণ্ঠস্বর বেজে
ওঠে
হৃদয়ে আমার, আমি যুবকের
মতো
দু’হাতে জড়িয়ে ধরি
তোমাকে অর্থাৎ পৃথিবীকে।
১৫.৮.৯৪