একটি মেয়ে দুষ্টু বটে,
একটি মেয়ে মিষ্টি।
জন্মদিনে কী চাই ওদের
করছে বসে লিস্টি।
একটি মেয়ের চলন সিধে,
একটির খুব ফিস্টি।
একটি তাকায় সোজাসুজি,
একটির বাঁকা দৃষ্টি।
একটি শান্ত, একটি ঘরে
বাধায় অনাসৃষ্টি।
একটি মেয়ে দুষ্টু বটে,
একটি মেয়ে মিষ্টি।
জন্মদিনে কী চাই ওদের
করছে বসে লিস্টি।
একটি মেয়ের চলন সিধে,
একটির খুব ফিস্টি।
একটি তাকায় সোজাসুজি,
একটির বাঁকা দৃষ্টি।
একটি শান্ত, একটি ঘরে
বাধায় অনাসৃষ্টি।