আরো কিছু ছড়াগ্রন্থ

দুই পাখির ঝাঁকে

শহর থেকে অনেক দূরে এক বাগানে
থাকতো সুখে নানা রঙের পক্ষী।
সবাই ওরা সেখানে খুব হেসে নেচে
দিন কাটাতো, ছিল ওরা লক্ষ্মী।

ওরা হাওয়ায় পাখনা মেলে দিনদুপুরে
নীল আকাশে খুশির ছন্দে ভাসতো
দলের সবাই মেঘের সাথে গল্প ক’রে
হর-হামেশা ফুর্তিতে খুব হাসতো।

সহসা সেই পাখির দলের একটি পাখি
নিলো খুঁজে আলাদা এক পক্ষ;
নতুন দলের সঙ্গে জুটে গেল ভুলে
আগের দলের সাথীদেরই সখ্য।

নয়া ঝাঁকের পাখিরা সব ছিল পটু
ঘোঁট পাকাতে এবং এবং ষড়যন্ত্রে।
দলত্যাগী সেই পাখি নতুন দলে জুটেই
দীক্ষা নিলো একটি নয়া মন্ত্রে!

নয়া ঝাঁকের পাখিগুলো হামলা করে
অন্য দলের শান্ত নীড়ের লক্ষ্যে।
হিংসার ঝড়ে নানা রঙের পাখি মরে,
আলো ফোটে ভালো পাখির বক্ষে।