দুঃখ ও জানে না
চোখে চোখ লেগে থাকে
শরীর নীরব
হরিৎ আভার মতো স্মৃতি জানে
সেরকম ভাষা–
ইতিহাস কিংবা তারও আগে থেকে
মানুষের যাবৎ পিপাসা
চোখে চোখে রেখে দেয়—শব্দ করে
নৈঃশব্দের স্তব।
আমার চোখের কোণে লেগে আছে।
হিম দুঃখ স্মৃতি
দুঃখ ও জানে না
দূর অন্ধকারে পোড়ে কার শব!