দীপিতা খুব সকাল বেলা
দিলো জুড়ে মজার খেলা
হাতে নিয়ে হলদে পাখি।
যতই তাকে কাছে ডাকি,
মোটেও সে দেয় না সাড়া।
পছন্দ তার পাখির পাড়া।
নানা রঙের পাখি তাকে
মজার নাচে ঘিরে থাকে।
দীপিতা ওর গানের সুরে
দিলো পাখির আসর জুড়ে।
হঠাৎ এক শব্দ হতেই
দেখি চেয়ে পাখিরা নেই।
দীপিতা ওর কোলে একি
রক্তমাখা পাখি দেখি!
কোন শিকারী ছুঁড়ে গুলি
শিকার দিয়ে ভরে ঝুলি?
যখন করে ছোট্র শিকার,
কাঁপে নাকি হাতটি তার?