দীপিতা, তুমি যে আজকে তোমার হাতে
উড়িয়ে নিশান ছুটছো সবার সাথে,
বলো, এটা কেন? মন দিয়ে তবে শোনো-
আজ আমাদের বিজয় দিবস জেনো।
ভিনদেশী কিছু শক্র এখানে এসে
করেছে জুলুম আমাদের নিজ দেশে।
সয়েছি আমরা বহুকাল মুখ বুজে,
পরে ঠিক পথ সবাই নিয়েছি খুঁজে।
দীপিতা, বলছি শোনো মন দিয়ে কথা,
সয়েছি আমরা পদে পদে নানা ব্যথা।
বিদেশী শক্র, ঘরের শক্র মিলে
বাঙালির প্রাণ কেড়েছে একটি ঢিলে!
দীপিতা, যখন তুমি হবে বড় বেশ,
বুঝবে কী করে স্বাধীন হয়েছে দেশ।
জনতা এবং মুক্তিযোদ্ধা যারা,
তোমার হাতের নিশান এনেছে তারা।