দীপিতা কয়, ‘আচ্ছা দাদু,
দিন দুপুরে, বিকেল বেলা
খাতার বুকে হরফ এঁকে
খেলছো তুমি কেমন খেলা?
তোমায় দেখি আড়াল থেকে-
তাকাও তুমি দূরের মেঘে,
দেখি মজার ঝর্ণাকলম
খাতার পাতায় থাকে লেগে।
এই যে তুমি খাতা জুড়ে
নক্শা আঁকো শব্দ দিয়ে-
সেসব মজার শব্দ বুঝি
দিচ্ছে তোমায় আজব টিয়ে’।
‘আচ্ছা দাদু, আমায় তুমি
দাও শিখিয়ে তেমন খেলা,
যার জাদুতে বাল্য শিক্ষা
হয়ে যাবে তারার মেলা’।
বলেন দাদু, ‘শোন দীপিতা,
তুই যদি এই খাতায় এসে
কলমটাকে চালিয়ে দিস,
খাতা যাবে আলোয় ভেসে’।