বিকেল বেলা আমার কাছে
দীপিতা আজ দাঁড়ায় এসে।
তখন দেখি একটি ঘুড়ি
নীল আকাশে যাচ্ছে ভেসে।
আচ্ছা দাদু, পারিনা তো
লিখতে আমি মজার ছড়া
কিন্তু তোমার হাতে বোজই
ছড়ার বাড়ি হচ্ছে গড়া।
‘তোমার হাতে যাদু আছে?
আছে কি এক সোনার কাঠি?
দাও না দাদু সেই কাঠিটা,
গড়বো আমি ছড়ার ঘাঁটি’।
তখন আমি চুপটি করে
নেই তো ওকে বুকে টেনে,
বলি, ‘তোমার খাতায় পরী
অনেক ছড়া দেবে এনে’।