দ্বাবিংশ অধ্যায়
—একদল অপরাধী অবাঞ্ছিত লোকজনকে খতম করে অর্থের বিনিময়ে। ফাদার গোরম্যান তা জানতে পেরেছিলেন, তাই তাঁকে খুন করা হয়। পেল হর্স নামক পুরাকালের বাড়িটার সঙ্গে এই দলের যোগ রয়েছে। যাদুবিদ্যার ভড়ং দেখালেও আসলে থেলিয়াম বিষপ্রয়োগ করে তারা অবাঞ্ছিত মানুষদের খতম করে। আদালত থেকে বহিষ্কৃত মিস্টার ব্রাডলি নামের একজন উকিল এই দলের আর্থিক দিকটা দেখা শোনা করে। তবে দলের আসল মস্তিষ্ক কে আমরা জানতে পেরেছি। মিস্টার ভেনবলস, আপনি যে সেদিন খুনের জায়গায় ছিলেন তা এই ভদ্রলোক মিস্টার জ্যাকেরিয়া অসবর্ণ শপথ করে এজহার দেবেন।
উত্তেজিত মিস্টার অসবর্ণ একটু ঝুঁকে বললো— হাঁ আপনাকে আমি দেখেছিলাম।
লেজুন বললো—একটু বেশি সঠিকভাবে বলছেন মিস্টার অসবর্ণ। সে রাতে আপনি মিস্টার ভেনবলসকে ওখানে দেখেননি। আপনি আপনার দোকানের দরজায় ছিলেন না। আপনি ছিলেন রাস্তার অপর পারে। ফাদার গোরম্যানকে খুন করেন আপনি। আপনি চালাকি করতে গিয়েই ধরা পড়েছেন।