নিম্নোক্ত কাব্যগ্রন্থগুলি সাজানো হয়নি

তোমার দিকেই আমার মুখ

আমি যে কাঁটাঝোপে নানা
রঙের
ফুল ফোটাতে চাই
হাত দুটো রক্তাক্ত ক’রে,
হৃৎপিণ্ড থেকে
ফোঁটা ফোঁটা রক্ত ঝরিয়ে
দিনরাত,
এ নিয়ে বিদ্রূপের হুল্লোড় ওঠে
কোনো কোনো বাঁকা মহলে।

আমি যে এই ছন্নছাড়া বয়েসে
তোমার হৃদয়ের ডালপালায়
মুখ রেখেছি
এ_ও অনেকের জিভে
চমৎকার নাচিয়ে
এই শহরে।

যেখানেই থাকি, তোমার
দিকেই আমার মুখ।
তোমার কাছে পৌঁছেনোর
আকাঙ্ঘা
রক্তগোলাপ আমার হৃদয়ে।
তোমার
ভাবনা আমাকে সর্বক্ষণ
বাজায়
বাউলের গোপীযন্ত্রের মতো।
তোমার মুহূর্তেগুলি
পাথরের নুড়ি হ’য়ে গড়ায়
প্রতীক্ষার ঝর্নাতলে।

আমার স্বপ্নভঙ্গের ছাই মেঘে
উড়িয়ে,
তোমার অনুপস্থিতির দুঃসহ
মুহূর্তগুলিকে
দূরে হটিয়ে কী এক তীব্রতায়
হন্তদন্ত ছুটলাম তোমার
নিবাসের উদ্দেশে।
যে এলাকায় তুমি থাকো
সেখানে এখন লোড
শেডিং-এর মিশমিশে
বোরখা; আমার সমস্ত শরীরে
দীর্ঘ ভ্রমণের স্বেদ, ধুলোর
গন্ধ। আমি
দোতলার অন্ধকার সিঁড়িতে
দাঁড়িয়ে দ্বিধার
অঙ্কুশে বিদ্ধ হবো আর
ম্যাক্সিপরা তুমি আলতো
আমার মুখের দিকে তুলে
ধরবে পিদ্দিম।
আমার চোখের সমুখে
তখন থরথর রহস্যের
উদ্ভাসন।
৭.৪.৯৪