দীপিতা রোজ সাঁঝের বেলা
চাঁদ মামাকে ডাকে,
চাঁদ মামা তো অনেক দূরে
নীল আকাশে থাকে।
দীপিতা ওই চাঁদকে দেখে
তা ধিন নেচে ওঠে,
নাচন দেখে চাঁদের ঠোঁটে
মধুর হাসি ফোটে।
নাচের ছন্দে তারাগুলো
দোলনা হয়ে যায়।
দীপিতা ওই দোলনাটিতে
রোজানা দোল খায়।
দীপিতা রোজ ঘুমের আগে
গল্প শুনতে চায়
পরীর দেশের গল্প শুনে
ঘুমের বাড়ি যায়।
ঘুমের বাড়ি নিঝুম বড়,
পরী হাওয়ায় ভাসে,
পরীর পাখায় স্বপ্নগুলো
রঙ ঝরিয়ে হাসে।