সারা দেশে সবাই মিলে
বাজা বাদ্যি বাজা-
মাথায় তাঁর ছিল না তাজ,
তবুও তিনি রাজা।
মধুমতী নদীর তীরে
টুঙ্গিপাড়া গাঁয়ে
ঘাসের ডগা খেত চুমো
সেই রাজারই পায়ে।
জাতির পিতা বঙ্গবন্ধু
সবাই বলে তাঁকে।
ছুটে আসে দেশের মানুষ
মহান নেতার ডাকে।
তাঁর দেখানো পথেই জানি
স্বাধীন হ’ল দেশ,
মুক্তিযুদ্ধে পাকসেনারা
নাস্তানাবুদ, শেষ।
ঘরের শক্র খুনিরা সব
প্রাণ কেড়েছে তাঁর।
কিন্তু তাঁরই জিত হয়েছে
খুনির হ’ল হার।
কুচক্রীরা ঘোরাক যতই
ইতিহাসের চাকা,
কৃষক-মজুর সবার মনে
তাঁর ছবিটাই আঁকা।