তবুও আনন্দে আছি

তবুও আনন্দে আছি

তবুও আনন্দে আছি, সকালের চায়ের সঙ্গে ডিম সেদ্ধ খেয়ে বেশ
মজে আছি
মাসমাইনের কথা মনে পড়লে চুম্বনের স্বাদ পাই,
ফুল ফোটার দৃশ্য দেখে মনে হয় মেয়েরা ফুলের মতো,
কাগজ ফরফর শব্দে উড়ে যায়…
নিউজ প্রিন্টের গন্ধ
মুখ্যমন্ত্রীর বক্তৃতা ষাট পয়েন্ট ডি সি
ভিয়েত্রাম বোল্ড বক্স
মহাপুরুষের কোলাহল, বিশ্ব সুন্দরীরা চারকলম
খাদ্যাভাব জ্বলন্ত লিডার
সামিল কবিতায়, লেখা আজকের বাজারদর
সার কারখানার কথা সার বুঝে নিয়েছে জাপান
মহাশূন্য ও আসামের বন্যার
খবর, এস সি লাডলো
ডট, স্টার, স্পেস
স্পেস—
বর্জাইস দুঃখ
মানুষ চিরকাল অনৈতিহাসিক, মানুষ নীরব
আমি শুনতে পাই বাইরে কলকাতার কলরব।

লক্ষ্মীকান্তপুরের লক্ষ্মী খিদিরপুরে ঘোরে একলা
ছাপরা জেলার রামভরোসা ছবন্ধু শিংকে খুঁজে পেয়েছে
ডালহৌসিতে
গয়াজিলার আদমি এল ভবানীপুরের গয়া জেলায়
কটক থেকে তিনটি কটক সটকে এল কাঁটাপুকুরে
গুজরাতের ছিপিওয়ালা পেয়ে গিয়েছে সোডাবটল ধর্মতলায়
জবরদস্ত রাজস্থানি কলুটোলায় ঘোরায় ঘানি
সর্দারজি বাঁয়ে ঘুমকে হঠাৎ এসে দেখে থমকে
দাড়ি কামানো আরেকজনের খবরদারি
বাড়ি কোথায়? ফরিদপুর? চলেন তবে যাদবপুর!