পাশের বাড়ির ডাকাবুকো
সেই ছেলেটা
হরহামেশা পাড়াটাকে মাতায়।
বাপের জামার পকেট থেকে
মাঝে মাঝে
দিনদুপুরে টাকাকড়ি হাতায়।
সেই ছেলেটা লেখাপড়ার
ধার ধারে না,
হিজিবিজি আঁকে শুধু খাতায়।
যখন খুশি হেসে খেলে
কাঁঠাল ভাঙে
পাড়ার যত খেলার সাথীর মাতায়।
ঝম ঝমা ঝম বৃষ্টি এলে
ঘুরে বেড়ায়
ছাতা নিয়ে, হাজার ফুটো ছাতায়!
ধুলো কাঁকর শুকনো পাতা,
ভাঙা চুড়ি
নিয়ে খালি মেতে থাকে যা’তা’য়।
পাখির সাথে, বনবেড়ালের
ভায়ের সাথে
কী সহজে দোস্তি সে-যে পাতায়।