আরো কিছু ছড়াগ্রন্থ

ট্রেন

ঝক্‌ ঝকাঝক্‌ ট্রেন চলেছে
রাতদুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?

একটু জিরোয়, ফের ছুটে যায়,
মাঠ পেরুলেই বন্‌।
পুলের ওপর বাজনা বাজে
ঝনঝনা ঝন্‌ঝন্‌।

দেশ-বিদেশে বেড়ায় ঘুরে
নেইকো ঘোরার শেষ।
ইচ্ছে হলেই বাজায় বাঁশি
দিন কেটে যায় বেশ।

ইশকুলে তো হয় না যেতে,
হয় না খেতে বেত।
মজা ক’রে দেখছে শুধু
পাহাড়, নদী, ক্ষেত।
সন্ধ্যা হ’লেই হয় না খেতে
ধারাপাতের গুঁতো।
হাত থেকে কেউ নেয় না কেড়ে,
ঘুড়ি লাটাই, সুতো।

ঝক্‌ ঝকাঝক্‌ ঐ চলেছে
মজার গাড়ি ট্রেন।
খুব মজা হয় এখন যদি
কেউ টেনে দেয় চেন।
থামবে হঠাৎ মজার গাড়ি
একটু কেশে খক্‌ ।
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক্‌ ঝকাঝক্‌ ঝক্‌।