নদীর তীরে আকাশ ফুঁড়ে
লক্ষ কোটি হায়না কাঁদে-
বুক হ’ল জর্জর
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
রাত দুপুরে কোন্ খেয়ালে
এক পলকে উড়িয়ে বলো
কে নিয়েছে ঘর?
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
আকাশটাকে ভাঙছে কারা?
ভাঙছে বাড়ি সারি সারি,
যেন বালির ঘর।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
চাল নিলো, চুলো নিলো
ঘটি, বাটি সবই নিলো,
নিলো কাঠের গড়।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
ধান নিয়েছে, জান নিয়েছে,
চাষীভায়ের হাল নিয়েছে,
রইলো পড়ে চর।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
গোয়ালঘরের নেই ঠিকানা,
নেইকো গরু, নেইকো বাছুর,
নেই বিচালি খড়।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
ভাসছে জলে ময়না, টিয়ে,
কাকের ছানা, বকের ডানা,
ভাসছে কবুতর।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
একলা পথে ঘরের বধূ
কপাল ঠুকে রইলো পড়ে-
কোথায় গেলো বর?
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
জেলের সরু নৌকাগুলো
ডুবলো হঠাৎ স্রোতের টানে,
ডুবল মধুকর।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
ঘরে ঘরে কান্না জাগে,
মৃত্যু শুধু বেড়ায় ঘুরে,
অচিন সদাগর।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
ঘূর্ণিহাওয়ায় হারিয়ে গেলো,
এক নিমেষে হাতেম গেলো,
গেলো লখিন্দর!
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!
ক্ষেপে-ওঠা নদীর ধারে
মরা মোষের পিঠের’ পরে
শিশুর কচি ধড়।
ঝড়, ঝড়, ঝড়,
সর্বনাশা ঝড়!