ঝর্ণা-কে
সেই যে এক বাউল ছিল সংক্রান্তির মেলায়
গানের তোড়ে দম বাধলো গলায়
হারানো তার গানের পিছে হারালো তার প্রাণ,
আহা, ভুলে গেলাম কি যেন তার গান !
প্ৰাণ দিয়েছে দেয়নি তার হাসি
গানের মতো প্ৰাণ ছেড়েছে খাঁচা ।
সেই যে তার মরণাহত হাসি
ঝর্ণা, জানো, তারই নাম তো বাঁচা ।