এই যে খোকা গাছের নিচে
খেলছো তুমি মজার খেলা-
এদিকে যে আকাশ থেকে
হুট করে ভাই পালায় বেলা।
জানি তুমি ভয় করো না
থাকতে পারো সত্যি একা,
ভড়কে তুমি যাবে নাকো
হুতোম হঠাৎ দিলে দেখা।
যদি তোমার দেরি দেখে
মায়ের বুকে কাঁপন জাগে,
চমকে তুমি যাবে ছুটে
মায়ের কাছে সবার আগে।
তখন তোমার জয়ের পথে
ব্যর্থ সবাই বাঁধা দিতে;
পারবে তুমি ছুটে গিয়ে
মায়ের বুকে আদর নিতে।