আরো কিছু ছড়াগ্রন্থ

জ্যোৎস্না-রাতে

জ্যোৎস্না-রাতে দিঘির কাছে
গিয়ে দেখি তিনটি পরী নাইছে।
তারা সবাই জল ছিটিয়ে
মধুর সুরে অচেনা গান গাইছে।

এমন দৃশ্য দেখবে যারা,
তারা সবাই খুশির ঢেউয়ে ভাসবে।
তোমরা যারা পরী দেখে
হবে খুশি, জানি তারাই ছুটে আসবে।

দিঘির জলে পরী দেখার
সুযোগ আমি কখনো তো পাইনি।
দৃষ্টি থেকে তিনটি পরী
এক পলকে যাক মিলিয়ে, চাইনি।