জেদী মানুষ
ডান হাতখানি বাড়িয়ে দাও তো দেখি
ছুঁয়ে দেখি কোনো ম্যাজিক রয়েছে কিনা
কী করে এমন মায়াপাশি তুলে আনো
হৃদয় পৃথিবী করতলে আমলকী?
আঙুলে তোমার মৃদুরক্তিম আভা
বাহুর ডোলে চম্পক অনুভব
ধুলো মলিনতা তোমাকে ছোঁয় না কেন?
খুলে ফেলে দাও হীরক অঙ্গুরীয়?
ওষ্ঠ-অধরে ক্ষীণ চাঁদ ওই হাসি
দেখে এমনকি দেবতারা লোভী হয়
দ্রুত নিশ্বাসে বুক দুটি ওঠে নামে
অন্য বুকের ভেতরে জাগায় ঝড়।
দাঁড়াও আমার চোখের সামনে এসে
আকাশ, পাতাল, সমকাল ঢেকে দাও
কোমরের খাঁজে, ঊঁরুর রেখায় জ্বালো
চির বসন্ত, ঘুম ভাঙা উৎসব।
এ অবধি লিখে কবি নিজে হাসলেন
প্ৰাচীন ধাঁচের কবিতার ছেলেখেলা—
তবু তাঁর জেদ অগ্নি রক্তপাতে
ভালোবাসাবাসি হৃদয়ে জাগিয়ে রাখা।