জেগে আছ?
হাওয়া এসে ডেকে বলে, নিশীথ কুসুম, জেগে আছ?
ঘুঁটে কুড়ুনির আত্ম নিবন্ত চুল্লির কাছে প্রশ্ন করে, জেগে আছ?
নদীর এপারে গাছ ওপারের শকুনিকে বলে, জেগে আছ?
তরাই জঙ্গল থেকে কেরালায় ধ্বনি যায়, জেগে আছ?
ত্রিস্তান, ত্ৰিস্তান, আমি সোনালি ইসল্ট, তুমি জেগে আছ?
ব্যাকুল কৈশোর থেকে মধ্যজীবনের দিকে হাহাকার ভেসে আসে,
জেগে আছ?
জানলার ঝিল্লিতে স্বপ্ন থমকে থেকে ডাকে, জেগে আছ?
ঘুমন্ত স্তনের পাশে ভেজা ঠোঁট ফিসফিসোয়, জেগে আছ?
ভূমধ্যসাগর থেকে তারবার্তা ছুটে যায়, জেগে আছ?
প্রতিটি ব্যর্থতা তার নিজস্ব প্রস্থান-পথে বলে যায়, জেগে আছ?