নয়না তার খেলাঘরে খেলছে ব’সে
সাথি করে দিদাকে।
রাঙা মেঘে সুয্যি ডোবে, নয়না আজ
জয় করেছে খিদাকে।
সন্ধেবেলা ঝোপের ধারে জ্বলে-নেভে
পাঁচটা-ছ’টা জোনাকি।
আকাশ জুড়ে জমে কত তারার মেলা,
তারা যাবে গোনা কি?
নিশুতরাতে স্বপ্ন ভেঙে গেলে আবার
লাগে তাতে জোড়া কি?
পরীরা সব পরীস্তানে নাচের বাবদ
পাচ্ছে কত খোরাকি?
নয়না ওই তেপান্তরে আজকে পেল
ডানাঅলা ঘোড়া কি?
ঘোড়ার পিঠের টুকটুকে লাল গদিখানা
মেঘ-চাদরে মোড়া কি?
আজ নয়না ছড়ার হাটে এল ছুটে
সঙ্গে নিয়ে ময়না।
ছড়ার হাটে খেলার মতো আর কোথাও
এমন মজা হয় না।