দীপিতা, তোর খেলাঘরে
আমায় নিবি না কি?
পড়ার ঘরে আর কত ভাই
একলা বসে থাকি?
তোর সে ছোট্র খেলাঘরে
অনেক মজা আছে,
সেখানে তো পুতুলগুলো
মজার ছন্দে নাচে।
আমি তো তোর সঙ্গে রোজই
লেখতে ভালোবাসি,
তাই না মজার খেলাঘরে
দৌড়ে চলে আসি।
খেলতে খেলতে সন্ধেবেলা
যাস তো পরীর দেশে।
সেখানে তোর সময় কাটে
চাঁদের ভেলায় ভেসে।
সঙ্গে নিলে দাদুটিকে
নাচবো আমি সুখে,
চাঁদের শোভা ক্ষণে ক্ষণে
জাগবে আমার মুখে।
দে না রে ভাই দুটি পাখা
আমার কাঁধে জুড়ে,
তাহলে ওই চাঁদের দেশে
গাইবো ছড়ার সুরে।