ঢাকা শহর আজব শহর
এই শহরে জবর খবর-
তাক ডুমা ডুম ডুম।
এই শহর মহা ধুমে
ডিম পেড়েছে ঘোড়া ডুমে,
তাক ডুমা ডুম ডুম।
দৌড়ে এলে আমার কিছু,
খবর পাবে আরো কিছু-
তাক ডুমা ডুম ডুম।
বর্ণমালা টেডি হবে,
খিটির মিটির কথা কবে-
তাক ডুমা ডুম ডুম।
কান-ফোকরে গুঁজে তুলো
চালায় কাঁচি দর্জিগুলো,
তাক ডুমা ডুম ডুম।
বর্ণমালার কাপড় ছেঁটে
করবে আঁটো করবে বেঁটে,
তাক ডুমা ডুম ডুম।
আমার মনে চালের মণে
মিল হবে যে মাথার কোণে,
তাক ডুমা ডুম ডুম।
পাক-না হাসি, হোক-না ফানি,
পানি ছেড়ে লিখব ‘হানি’,
তাক ডুমা ডুম ডুম।
ওহে একটু করে ফুঁ দাও,
হবে বর্ণমালা-ই উধাও-
তাক ডুমা ডুম ডুম।
পড়ার পাটটি যাবে চুকে,
বাদ্যি বাজাই তাই তো সুখে-
তাক ডুমা ডুম ডুম।