চোখ-জুড়ানো দ্বীপে নানা
ঘর-বাড়িতে মানুষ থাকে।
দ্বীপে আছে গাছ গাছালি,
গাছের ডালে পাখি ডাকে।
শান্ত, মধুর বিকেল বেলা
নেচে ওঠে বধূর গানে।
ছুটে আসে বাচ্চা, যুবা
ভেসে-আসা সুরের টানে
নানা দ্বীপে ছিল সবাই
হেসে, খেলে মুক্ত মনে।
পরস্পরের সুখে দুঃখে
আসতো ছুটে সর্ব-ক্ষণে।
হঠাৎ রাতে ঘুমের ঘোরে
থাকা সবাই ওঠে কেঁপে।
ভাঙা বাড়ি মরণ হয়ে
লক্ষ জনকে ধরে চেপে।
নানা দিকে হাজার ঘরে
ছিল লক্ষ জনের ঠাঁই
হায়রে সবই গেলো মুছে,
কোথাও কোনও চিহ্ন নাই।